শিরোনাম
সোমবার, ৪ মে, ২০২০ ০০:০০ টা

করোনায় কাঁপছে রাশিয়া

চীনের পর ইউরোপকে লন্ডভন্ড  করে দেওয়া করোনাভাইরাস থেকে অনেকটাই স্বস্তিতে ছিল রাশিয়া। সামরিক ক্ষমতাধর দেশটির  প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বলেছিলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে।’ তার ভাষায়, পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা ও কর্মকৌশলের কারণে করোনায় পর্যুদস্ত নয় রাশিয়া। তার সেই কথা এখন ধোপে টিকছে না। করোনাভাইরাস রাশিয়াকে ছাড় দেয়নি। টানা চার দিন সর্বোচ্চ সংক্রমণে রাশিয়া রীতিমতো কাঁপছে। গতকাল ১০ হাজার ৬৩৩ জন নতুন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে দেশটিতে। গত সপ্তাহ থেকে দিনে চার হাজার, ছয় হাজার রোগী খুঁজে পাওয়া গেলেও গত সাত দিন ধরে অবস্থার মারাত্মক অবনতি হয়েছে। করোনাভাইরাসের নতুন কেন্দ্র হতে পারে দেশটি। এরপরই সুর পাল্টেছেন পুতিন। তিনি এক ভিডিও মিটিংয়ে বলেন, ‘করোনা পরিস্থিতির যথেষ্ট অবনতি হয়েছে। এ অবস্থা যেন আরও খারাপ না নয় সে জন্য কাজ করতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর