সোমবার, ৪ মে, ২০২০ ০০:০০ টা

মসজিদ খুলে দিচ্ছে ইরান

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশে দেশে কোয়ারেন্টাইনে পাঠানো হয় মানুষদের। লকডাউনে মসজিদ বন্ধ রাখা হয় ইরানে। করোনা পরিস্থিতির অনেকটা উন্নতি হওয়ায় দেশটির বেশিরভাগ অঞ্চলে মসজিদ খুলে দেওয়া হচ্ছে। খবর এএফপির। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, ‘ইরানের ১৩২ প্রশাসনিক অঞ্চলের বেশিরভাগ জায়গায় মসজিদ খুলে দেওয়া হচ্ছে কাল (আজ)। মহামারী পরিস্থিতিতে একসঙ্গে গণজমায়েত হওয়ার চেয়ে সামাজিক দূরত্ব মেনে চলার বিধান রয়েছে।’ মসজিদ খুলে দেওয়ার পর আগামী ১৬ মে থেকে দেশটির স্কুলগুলো খুলে দেওয়ার কথাও বলেন তিনি। ফেব্রুয়ারিতে করোনায় আক্রান্ত হয় ইরান। চীনের পর সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ছিল ইরানে। ৯০ হাজারেরও বেশি আক্রান্ত, ছয় হাজারেরও বেশি মৃত্যু হয় করোনায়। মার্চের শুরুর দিকে কঠোর লকডাউন বাস্তবায়ন করে দেশটি। তখন বন্ধ করে দেওয়া হয় মসজিদগুলো। তিন মাস পর করোনা অনেকটাই সামলে উঠেছে তারা। ১০ মার্চের পর থেকেই নতুন আক্রান্তের সংখ্যা কমে আসতে শুরু করে। পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে সেখানে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর