সোমবার, ৪ মে, ২০২০ ০০:০০ টা

ফ্রান্সে জরুরি অবস্থা আরও ২ মাস বাড়ল

করোনাভাইরাসে মহামারীর কারণে দেশজুড়ে জারি করা স্বাস্থ্য জরুরি অবস্থার মেয়াদ আরও দুই মাস বাড়িয়েছে ফ্রান্স। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল জানায়, আগামী ২৪ জুলাই পর্যন্ত জরুরি অবস্থা জারি থাকবে। এ সময়ের মধ্যে কোনো ব্যক্তি ফ্রান্সে প্রবেশ করলে তাকে দুই সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকতে হবে। খবর বিবিসি ও আলজাজিরার। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস মহামারীতে ইউরোপের অন্যতম ক্ষতিগ্রস্ত দেশ ফ্রান্স। দেশটিতে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৪ হাজার ৬০০ জন। এ ছাড়া আক্রান্ত হয়েছেন এক লাখ ৬৭ হাজার মানুষ। করোনার বিস্তার রোধে দেশজুড়ে জারি রয়েছে লকডাউন। এর আওতায় ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি রেস্তোরাঁ, ক্যাফে, সিনেমা এবং নাইট ক্লাব বন্ধ রাখা হয়। ভ্রমণ বা চলাচল করা হয় সীমিত। এসব ব্যবস্থার মধ্যেও দেশটিতে বিপুল সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হন। কর্তৃপক্ষের ধারণা, জরুরি অবস্থা জারি করা না হলে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা হতো আরও কয়েকগুণ, যেমনটি দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রে।

সর্বশেষ খবর