মঙ্গলবার, ৫ মে, ২০২০ ০০:০০ টা

ঘরের বাইরে এলো মানুষ খুলল রেস্টুরেন্ট, পার্ক

স্বাভাবিক হচ্ছে ইতালি

তানভীর আহমেদ

ঘরের বাইরে এলো মানুষ খুলল রেস্টুরেন্ট, পার্ক

করোনায় ইউরোপের কেন্দ্রস্থল ছিল ইতালি। এখান থেকেই গোটা ইউরোপে করোনার সংক্রমণ ছড়িয়ে যায়। ইতালি বিশ্বের প্রথম দেশ যেটি পুরো দেশকে লকডাউনে নিয়ে যায়। শুরুর দিকে অবহেলা ও পূর্ব প্রস্তুতি না থাকায় করোনায় বিপর্যস্ত হয়ে পড়ে দেশটি। সে চিত্র অনেকটাই বদলে গেছে। প্রায় দুই মাস করোনার সঙ্গে লড়াই করে ঘুরে দাঁড়িয়েছে দেশটি। সংক্রমণ ও মৃত্যুর হার কমতে থাকায় অবশেষে লকডাউন শিথিল করেছে দেশটি। লকডাউন শিথিল করায় শহুরে লোকদের বাইরে বেরোতে দেখা গেছে। তবে সবাই মাস্ক ব্যবহার করছেন। সাবধানে চলছেন। প্রায় ৪০ লাখ মানুষ কাজে যোগ দিতে যাচ্ছেন। সংশ্লিষ্টরা বলছেন, দেশটি অর্থনীতির চাকা ঘোরাতে লকডাউন শিথিলের সিদ্ধান্ত নিয়েছে। গতকাল থেকে বিভিন্ন শহরে খুলতে শুরু করেছে দোকানপাট, রেস্টুরেন্ট, স্টেশনারি, বইয়ের  দোকান, বাচ্চাদের কাপড়ের দোকান। কম্পিউটার ও কাগজপত্র তৈরির কাজ শুরুর অনুমতি দেওয়া হয়েছে। খুলে দেওয়া হয়েছে রেস্টুরেন্টগুলো। তবে সেখানে বসে খাওয়া বা পান করা যাবে না। খাবার নিয়ে বাসায় বা অফিসে খেতে হবে। পার্কগুলো খুলছে। মানুষ বাইরে গিয়ে ব্যায়াম করার অনুমতি পেয়েছে। মাস্ক পরিহিত অবস্থায় আত্মীয়দের সঙ্গে দেখা করতে পারছেন তারা। শেষকৃত্যের অনুষ্ঠান ফের চালু হচ্ছে। তবে সর্বাধিক ১৫ জন এতে উপস্থিত থাকতে পারবেন। জনস হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, ইতালিতে শনাক্ত করোনা রোগীর সংখ্যা ২ লাখ ১০ হাজার ৭১৭ এবং মৃত্যু হয়েছে ২৮ হাজার ৮৮৪ জনের।

সর্বশেষ খবর