মঙ্গলবার, ৫ মে, ২০২০ ০০:০০ টা

ব্রাজিলে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়াল

ব্রাজিলে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়াল

লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে মহামারী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে। রবিবার সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৫৮৮ জন। মারা গেছে ২৭৫ জন। রবিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দ্য ব্রাজিলিয়ান রিপোর্ট জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৪ হাজার ৫৮৮ জন। ফলে দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ১ হাজার ১৪৭। করোনা আক্রান্তের সংখ্যায় লাখ ছাড়ানো নবম দেশ ব্রাজিল। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী,  দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে ৭ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এদিকে, সোমবার ওয়ার্ল্ডওমিটারের পরিসংখ্যানে দেখা গেছে, ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ১ হাজার ৮২৬। করোনায় প্রাণহানি হয়েছে ৭ হাজার ৫১ জনের। ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ৪২ হাজার ৯৯১ জন। দেশটিতে করোনার অ্যাক্টিভ কেস ৫১ হাজার ৭৮৪টি এবং ৮ হাজার ৩১৮ জনের অবস্থা আশঙ্কাজনক। প্রথমদিকে ব্রাজিলে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা কম থাকলেও সম্প্রতি সেখানে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। লাতিন আমেরিকার  দেশগুলোর মধ্যে ব্রাজিলে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। এমনকি করোনায় বিপর্যস্ত ইরান ও চীনকেও ছাড়িয়ে গেছে ব্রাজিল। ওই দুই  দেশের চেয়েও ব্রাজিলে এখন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা  বেশি। বিশ্লেষকরা বলছেন, দেশটিতে এখনো করোনার চূড়ান্ত সময় আসেনি। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন ব্রাজিলে এবং দক্ষিণ আমেরিকার অন্যান্য  দেশে করোনা আক্রান্তের সংখ্যা সরকারিভাবে যা বলা হচ্ছে প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি।

সর্বশেষ খবর