মঙ্গলবার, ৫ মে, ২০২০ ০০:০০ টা

নিউজিল্যান্ডে নতুন আক্রান্ত রোগী নেই

করোনা যুদ্ধে অবিশ্বাস্য জয় পেয়েছে নিউজিল্যান্ড। গত ২৪ ঘণ্টায় একজনও করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়নি। দেশটির সরকার ও জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় করোনাভাইরাসকে রুখে দিল। গত সাত দিনে দেশটিতে নতুন করোনা আক্রান্ত রোগীর দেখা পাওয়া যায়নি। দেশটির স্বাস্থ্য মহাপরিচালক ডা. অ্যাসলে বুøমফিল্ড গতকাল এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন। করোনাভাইরাসের আপডেট দিতে গিয়ে নিউজিল্যান্ডের ডা. ব্লুমফিল্ড বলেন, আজকের হিসাবটা সত্যিই আশা দেখাচ্ছে। তবে সাত সপ্তাহ পর এটা কেবল একদিন ঘটল। আসল পরিস্থিতি বোঝা যাবে এই সপ্তাহের  শেষের দিকে। ভাইরাস থেকে নিরাময়ের পর আমরা আবারও পরীক্ষা করে  দেখব যে, তাদের পরিস্থিতি ঠিক কেমন থাকছে। সচরাচর একবার করোনা পজিটিভ হওয়ার পর দুটি পরীক্ষায় নেগেটিভ এলে আমরা রোগীকে ছাড়পত্র দিচ্ছি। এর পাঁচ-ছয় দিন পর আমরা আবারও টেস্ট করব।

করোনা মহামারী ছড়িয়ে পড়ার শুরুতেই কঠোর লকডাউনের ঘোষণা দেয় দেশটি। করোনা নিয়ন্ত্রণে আসায় ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে দেশটি। গত মঙ্গলবার দেশজুড়ে শিথিল করা হয়েছে লকডাউন। দেশজুড়ে কড়াকড়ির মাত্রা ৪ থেকে ৩-এ নামিয়ে আনা হয়। ইতিমধ্যে সেখানে প্রায় ৪ লাখ মানুষ কাজে যোগ দিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন জানান, ‘প্রায় ৭৫ ভাগ অর্থনীতি সচল হতে শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি, সপ্তাহের  শেষের দিকে গিয়ে পরিস্থিতি হয়তো আরও স্বাভাবিক হতে শুরু করবে। তবে আমাদের শৃঙ্খলা বজায় রাখতে হবে এবং যে সুবিধার জন্য আমরা এতটা কঠোর লড়াই করছি তার ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। আমাদের আরও কিছুদিন কষ্ট করতে হবে।’ গতকাল পর্যন্ত নিউজিল্যান্ডে করোনায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ৪৮৭ এবং মারা গেছে ২০ জন।

সর্বশেষ খবর