বুধবার, ৬ মে, ২০২০ ০০:০০ টা

বিশ্বের সঙ্গে দীর্ঘদিন বিচ্ছিন্ন থাকবে নিউজিল্যান্ড : প্রধানমন্ত্রী আরডার্ন

বিশ্বের সঙ্গে দীর্ঘদিন বিচ্ছিন্ন থাকবে নিউজিল্যান্ড : প্রধানমন্ত্রী আরডার্ন

করোনাভাইরাস মহামারীর জেরে পুরো বিশ্বের সঙ্গে নিউজিল্যান্ডের সীমান্ত দীর্ঘদিনের জন্য উন্মুক্ত করা হবে না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন। যতদিন মহামারীর প্রকোপ না কমবে ততদিন বাকি বিশ্বের সঙ্গে দেশটির সীমান্ত বন্ধ থাকবে বলে ভিডিও লিঙ্কের মাধ্যমে অস্ট্রেলিয়ার ক্যাবিনেট মিটিংয়ে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

বৈঠকে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যে প্রস্তাবিত ‘ট্রান্স-তাসমান বাবল’ নিয়ে আলাপ করা হয়। এই প্রস্তাবের মাধ্যমে দুই দেশের নাগরিকদের মধ্যে অবাধ আসা-যাওয়া চলবে। তবে আগের মতো ভিন্ন দেশ থেকে লোক আসার বিষয়টা এখন থেকে আর চালু থাকবে না। বিশ্বব্যাপী করোনাভাইরাসের আক্রমণের কারণে এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে নিউজিল্যান্ড। খবর বিবিসির।

এর অর্থ দাঁড়ায় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে কভিড-১৯ এর সংক্রমণ যাতে আর বাড়তে না পারে, সে জন্য বিদেশি পর্যটকদের আগমনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। প্রধানমন্ত্রী আরডার্ন বলেন, ‘আমাদের দুই দেশের পর্যটকদের সুবিধা এবং আক্রান্ত হওয়ার ঝুঁকি এড়ানোর জন্য এই ব্যবস্থা নেওয়া হবে।’

সর্বশেষ খবর