বুধবার, ৬ মে, ২০২০ ০০:০০ টা

স্বাভাবিক হচ্ছে ইউরোপ

বিশ্বজুড়ে করোনার কারণে মানুষ দীর্ঘদিন ধরে ঘরবন্দী হয়ে রয়েছে। তবে ধীরে ধীরে পরিস্থতি কিছুটা স্বাভাবিকের দিকে যাচ্ছে। ইউরোপের বিভিন্ন দেশ এরই মধ্যে লকডাউন তুলে নিয়েছে বা শিথিল করেছে। ফলে সোমবার থেকে কিছুটা আগের জীবনযাত্রায় ফিরতে শুরু করেছে ইউরোপের কয়েক লাখ মানুষ। গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনার প্রকোপ ধরা পড়ে। এরপর থেকে এখন পর্যন্ত ২১২টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই প্রাণঘাতী ভাইরাস। করোনায় সবচেয়ে বিপর্যস্ত হয়েছে ইউরোপ আমেরিকা। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এর পরেই রয়েছে স্পেন, ইতালি, যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি। ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালিতেই সবচেয়ে বেশি বিপর্যয় ডেকে এনেছে করোনা। এই ভাইরাসের কারণে এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে দেশটি। এদিকে করোনার প্রকোপ পুরোপুরি কাটিয়ে উঠতে না পারলেও অর্থনীতি পুনরায় সচল করতে ইউরোপের দেশগুলো তাদের স্বাভাবিক কর্মকাণ্ডে ফিরতে শুরু করেছে। তবে জীবনযাত্রা আগের মতো স্বাভাবিক হতে এখনো অনেকটা সময় লেগে যাবে। ইতালিতে সোমবার থেকে কড়াকড়ি শিথিল করা হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর