বুধবার, ৬ মে, ২০২০ ০০:০০ টা

ফ্রান্সে করোনা সংক্রমণ ডিসেম্বরেই ঘটেছে!

ফ্রান্সে গত ডিসেম্বরেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন এক ব্যক্তি। প্যারিসের কাছের বাসিন্দা ওই ব্যক্তিকে তখন নিউমোনিয়ার চিকিৎসা দেওয়া হয়েছিল। ওই ব্যক্তির চিকিৎসক নিশ্চিত করেছেন, তখন ওই ব্যক্তির লালা-কফ পরীক্ষার জন্য  নেওয়া হয়েছিল। এতদিন পর তা পরীক্ষা করে করোনা পজিটিভ পাওয়া গেছে। এর অর্থ হচ্ছে, করোনা রোগী শনাক্তেরও এক মাস আগেই সংক্রমণ ঘটেছিল ফ্রান্সে। কর্তৃপক্ষ সেটি জানতেই পারেনি। আগে জানলে হয়তো আগে প্রতিরোধ ব্যবস্থা নেওয়া  যেত। তাতে কমানো যেত প্রাণহানি। খবর বিবিসির।

প্যারিসের জ্য ভার্ডিয়ের হাসপাতালের জরুরি বিভাগের প্রধান ডা. জোসেফ কোহেন গণমাধ্যমকে জানান, গত ডিসেম্বর ও জানুয়ারিতে তাদের হাসপাতালে ফ্লু জাতীয় উপসর্গ নিয়ে যেসব  রোগী ভর্তি হয়েছিলেন, তাদের ফাইলগুলো ঘেঁটে দেখছিলেন। ওই সময়ে এমন ১৪ জন রোগীর লালা-কফ ও হাঁচির কণা পরীক্ষা করা হয়েছিল। তখন এসব পরীক্ষা করা হয়েছিল ভিন্ন  রোগের চিকিৎসায়। এখন সেই নমুনাগুলোর করোনা টেস্ট করা হয়। গত সপ্তাহে পরীক্ষায় পাওয়া রিপোর্টে দেখা যায়, এদের একজন করোনা আক্রান্ত ছিলেন। ওই নমুনা একাধিকবার  টেস্টেও করোনা পজিটিভ এসেছে। তিনি আরও জানান, করোনা আক্রান্ত ব্যক্তি হাসপাতালে এসেছিলেন ২৭ ডিসেম্বর। তাকে নিউমোনিয়ার চিকিৎসা দেওয়া হয়েছিল। ৫০ বছর বয়সী ওই ব্যক্তি পরে সুস্থ হয়েছেন।

সম্পূর্ণ সুস্থ হওয়া ওই ব্যক্তি জানান, তিনি যে করোনা আক্রান্ত হয়েছিলেন, সেই ধারণাই তার ছিল না।

সর্বশেষ খবর