বৃহস্পতিবার, ৭ মে, ২০২০ ০০:০০ টা

করোনা ঠেকাবে মাদাগাস্কার ‘হারবাল চা’!

করোনা ঠেকাবে মাদাগাস্কার ‘হারবাল চা’!

করোনাভাইরাসের প্রতিরোধের উপায় খুঁজে সারা দুনিয়ার তাবৎ চিকিৎসক-গবেষকরা গলদঘর্ম। কার্যকর উপায় এখনো কেউই ঠাওরাতে পারেননি। অবশ্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীনসহ কয়েকটি দেশ শিগগিরই করোনার প্রতিষেধক তৈরির ব্যাপারে আশাবাদী। দেশগুলোর অভিমত, খুব শিগগিরই তারা কভিড-১৯ প্রতিরোধে ভ্যাকসিন বের করে ফেলতে পারবে। কিন্তু মারণ ভাইরাসের আক্রমণের তীব্রতার কাছে সে আশাকে অনেক দূরের ব্যাপার বলে মনে হচ্ছে। এর মধ্যেই আফ্রিকার দেশ মাদাগাস্কারের প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোয়েলিনা এমন এক হারবাল ওষুধের কথা বলেছেন যা করোনা প্রতিরোধ ও করোনামুক্তিতে কাজ করে বলে দাবি করেছেন তিনি। তার এমন দাবিতে চমকে উঠেছেন চিকিৎসা বিশেষজ্ঞরা।

কিন্তু ২০০৯ সালে ক্ষমতায় আসা মাদাগাস্কারের প্রেসিডেন্টের দাবি ছিল, কভিড-অর্গানিকস নামের ওই হারবাল ওষুধ খেয়ে দুজন সুস্থ হয়ে উঠেছেন। কূটনীতিক ও সাংবাদিকদের বলেন, এটা হারবাল চা। এটা খেলে সাত দিনের মধ্যেই সেরে উঠবে কভিড রোগী। ভারত মহাসাগরীয় এই দ্বীপরাষ্ট্রটিতে সেনারা বাড়ি বাড়ি গিয়ে ওই হারবালের তৈরি ওষুধ পৌঁছে দেয়। দেশটিতে ১৪৯ জন করোনায় আক্রান্ত হলেও কেউ মারা যায়নি। কভিড অর্গানিকস জিনিসটা আসলে কী? মালাগাসি ইনস্টিটিউট অব অ্যাপলায়েড রিসার্চের দেওয়া তথ্যানুসারে, এটা পাওয়া যায় আর্টেমিসিয়া নামের এক ধরনের গাছ থেকে। গাছটি ম্যালেরিয়ার বিরুদ্ধেও কাজ করে থাকে। আর্টেমিসিয়ার সঙ্গে অন্যান্য দেশীয় ভেষজও ব্যবহার করা হয়। এর পর এটাকে পানীয়তে পরিণত করা হয়। আর্টেমিসিয়া নামের ওই উদ্ভিদটি ম্যালেরিয়ার ওষুধ তৈরির উৎস হিসেবে ১৯৭০ সালের দিকে চীন থেকে মাদাগাস্কারে নেওয়া হয়েছিল। হারবালটি এখন চা হিসেবে বোতলে ভরে বিক্রি করা হয়। রাজোয়েলিনা বলেছেন, এটাকে ইনজেকশন হিসেবে শরীরে পুশ করার প্রক্রিয়া উদ্ভাবনের কাজ চলছে। তবে রাজোয়েলিনার এই দাবিকে নিরুৎসাহিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তারা কভিড-১৯ এর ওষুধ হিসেবে কোনো অপরীক্ষিত বস্তু ব্যবহার না করার পরামর্শ দেয়।

সর্বশেষ খবর