বৃহস্পতিবার, ৭ মে, ২০২০ ০০:০০ টা

করোনা ঠেকাতে মরক্কোয় ড্রোন মোতায়েন

করোনা ঠেকাতে মরক্কোয়  ড্রোন মোতায়েন

উত্তর আফ্রিকার দেশ মরক্কোয় করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ড্রোনের বহর মোতায়েন করেছে দেশটির সরকার। লকডাউনে কঠোর নজরদারি, সরকারি ঘোষণার কাজে ও জীবাণুনাশক ছিটাতে ব্যবহার করা হচ্ছে এসব ড্রোন। গতকাল বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

চীনের ড্রোন উৎপাদনকারী প্রতিষ্ঠান ডিজেআইর উত্তর আফ্রিকার সরবরাহকারী ও ড্রোনওয়ে ম্যারোকের প্রধান ইয়াসিন কামাস। তিনি বলেন, গত কয়েক সপ্তাহে মরক্কোয় ড্রোনের চাহিদা তিনগুণের বেশি বেড়েছে। একইরকম চাহিদা তৈরি হয়েছে এই অঞ্চলের অন্য দেশগুলোতেও। গত মার্চে করোনার সংক্রমণ ঠেকাতে লকডাউন ঘোষণা করে মরক্কো। তবে কিছু মানুষ বিনা কারণে বাইরে বের হতে শুরু করলে তাদের ঘরে রাখতে তৎপরতা শুরু করে দেশটির নিরাপত্তা বাহিনী। এক পর্যায়ে কঠোর নজরদারির মাধ্যমে লকডাউন কার্যকরে দেশের বিভিন্ন স্থানে ড্রোন মোতায়েন শুরু করেছে নিরাপত্তা বাহিনী।

সর্বশেষ খবর