বৃহস্পতিবার, ৭ মে, ২০২০ ০০:০০ টা

মাইক পম্পেও মিথ্যা ছড়াচ্ছেন, অভিযোগ চীনের গণমাধ্যমে

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও উহানের পরীক্ষাগার থেকে ‘করোনাভাইরাসের উৎপত্তির যথেষ্ট প্রমাণ আছে’ বলে দাবি করার পর তার বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের উৎপত্তি নিয়ে পম্পেও ‘যথেচ্ছভাবে বিষোদগার করছেন এবং মিথ্যা ছড়াচ্ছেন’ বলে কড়া ভাষায় মন্তব্য করেছে চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন করোনাভাইরাস চীনের তৈরি এবং সেটা উহানের ল্যাবে তৈরি হয়েছে। রবিবার এবিসি নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাম্পের সঙ্গে সুর মিলিয়ে পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, করোনা যে চীনের উহানের ল্যাবে তৈরি হয়েছে সে বিষয়ে অনেক প্রমাণ আছে। যদিও এ ব্যাপারে সুনির্দিষ্ট করে কিছু বলেননি তিনি। তবে পম্পেও বলেন, মনে রাখবেন, বিশ্বে সংক্রামক রোগ ছড়িয়ে দেওয়া আর নিকৃষ্টমানের ল্যাবরেটরি পরিচালনার ইতিহাসও চীনের আছে।

সর্বশেষ খবর