শুক্রবার, ৮ মে, ২০২০ ০০:০০ টা

করোনা টাস্কফোর্স : ২৪ ঘণ্টা না যেতেই ভিন্ন সুর ট্রাম্পের

করোনা টাস্কফোর্স : ২৪ ঘণ্টা না যেতেই ভিন্ন সুর ট্রাম্পের

করোনাভাইরাস সংক্রান্ত হোয়াইট হাউস টাস্কফোর্স ভেঙে দেওয়ার ঘোষণা দিয়ে এক দিনের মাথায় মত পাল্টালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনাভাইরাস মোকাবিলায় গঠিত টাস্কফোর্স ‘অনির্দিষ্টকাল’ বহাল থাকবে বলে নতুন এক ঘোষণায় জানিয়েছেন তিনি। ট্রাম্প বলেছেন, টাস্কফোর্সের কর্মকা- অব্যাহত থাকবে। আগের দিন লকডাউন উপেক্ষা করে অ্যারিজোনা সফরকালে তিনি ওই টাস্কফোর্স ভেঙে দেওয়ার কথা বলেছিলেন। খবর বিবিসি ও আলজাজিরার। যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১২ লাখ ৬০ হাজারের বেশি মানুষ। আর প্রাণ হারিয়েছেন অন্তত ৭৪ হাজার ৫৭৭ জন। এমন পরিস্থিতিতেও সারা দেশে গৃহীত লকডাউন শিথিলের পক্ষে দেশটির প্রেসিডেন্ট ট্রাম্প। শুধু তাই নয়, করোনা মোকাবিলায় ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে চেয়ারম্যান করে হোয়াইট হাউস গঠন করেছিল জরুরি টাস্কফোর্স।  এরই মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প মঙ্গলবার অ্যারিজোনা রাজ্য সফরে গিয়ে ঘোষণা দেন, কয়েক সপ্তাহের মধ্যে ওই টাস্কফোর্স ভেঙে দেওয়া হবে। একটি মাস্ক কারখানা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, করোনা প্রতিরোধে মাইক পেন্স ও টাস্কফোর্স চমৎকার কাজ করেছে। কিন্তু এখন আমরা কিছুটা ভিন্ন চিন্তা করছি। এর আগে তিনি ধাপে ধাপে লকডাউন তুলে নেওয়ারও ঘোষণা দেন।  এতে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেন, যদি যুক্তরাষ্ট্রে সবকিছু খুলে দেওয়া হয় তাহলে আরও বাড়বে করোনার প্রকোপ।

সর্বশেষ খবর