শুক্রবার, ৮ মে, ২০২০ ০০:০০ টা

আক্রান্তের সংখ্যায় জার্মানি ফ্রান্সকে ছাড়াল রাশিয়া

আক্রান্তের সংখ্যায় জার্মানি ফ্রান্সকে ছাড়াল রাশিয়া

রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা গত কয়েকদিনের রেকর্ড ছাড়িয়ে গেছে। গতকাল সেখানে আক্রান্ত হয়েছে ১১,২৩১ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যায় জার্মানি এবং ফ্রান্সকে ছাড়িয়ে গেছে রাশিয়া। গত চার দিনে রাশিয়ায় ৪০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হওয়ার পর বৃহস্পতিবার ফের রেকর্ড সংক্রমণ নিয়ে পাঁচ দিনে ৫২ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। সব মিলে এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৭,১৬০ জনে। এ সংখ্যা জার্মানি এবং ফ্রান্সে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যার চেয়ে বেশি। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হালনাগাদ তথ্য অনুযায়ী, জার্মানিতে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৬৮,১৬২ জন এবং ফ্রান্সে ১৭৪,২২৪ জন।

রাশিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত এবং মৃত্যুর অর্ধেকের বেশিই ঘটেছে রাজধানী মস্কোয়। গতকাল একদিনেই কেবল মস্কোতেই নতুন আক্রান্ত হয়েছে ৬ হাজার ৭০৩ জন। মস্কোর মেয়র বলেছেন, কর্তৃপক্ষ নতুন আক্রান্ত শনাক্তে পরীক্ষার আওতা বাড়ানোর পর আক্রান্তের সংখ্যায় উল্লম্ফন দেখা যাচ্ছে।

 

সর্বশেষ খবর