শনিবার, ৯ মে, ২০২০ ০০:০০ টা

চীনে গিয়ে উৎস খুঁজতে চায় হু

চীনে গিয়ে উৎস খুঁজতে চায় হু

প্রাচীন প্রবাদ, সমস্যার সমাধান করতে গেলে তার শিকড় খুঁজে বার করা প্রয়োজন। সেই আপ্তবাক্যকেই সম্বল করে চীনে করোনার আঁতুরঘরে গিয়ে করোনা নামক ধাঁধাঁর সমাধান খুঁজে বার করতে চান বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) বিশেষজ্ঞরা। করোনা রুখতে প্রয়োজন প্রতিষেধক বা ভ্যাকসিন। যত দ্রুত সম্ভব তা প্রস্তুত করতে হবে। তাই চীনে গিয়ে করোনা সংক্রান্ত বিস্তারিত তথ্য খুঁজে পেতে চান হু বিশেষজ্ঞরা। কীভাবে ছড়াল করোনাভাইরাস? এ প্রশ্ন মানুষকে ভাবিয়েছে গত জানুয়ারি থেকেই। এ প্রশ্ন আরও মাথাচারা দিয়েছে গোটা বিশ্বে লকডাউন নামের নিষেধাজ্ঞা জারি করে। তাই তো লকডাউনের প্রভাব কী হতে পারে বা কোয়ারেন্টাইন কী- এ শব্দগুলোর সঙ্গে পরিচিত হওয়ার আগেই করোনাভাইরাস ছড়িয়ে পড়া নিয়ে প্রশ্ন জেগেছে বিশ্ববাসীর মনে। তবে করোনাভাইরাসকে কাবু করতে হলে এর প্রতিষেধক তৈরিতে যেতে হবে রোগের আঁতুরঘরে, এমনটাই মনে করছেন হু-র বিশেষজ্ঞরা। বিশেজ্ঞদের একটি দল খতিয়ে দেখতে চান, ‘কোন পথে মানব শরীরে করোনাভাইরাস প্রবেশ করল?’ হু-র মহামারী বিশেষজ্ঞ ড. মারিয়া ভ্যান জানান, ‘ইতিমধ্যেই এ বিষয়ে চিনে হু-র শাখায় কর্মরত কর্মকর্তাদের সঙ্গে তাদের আলোচনা হয়েছে। কারণ জানিয়ে সেখানে পর্যবেক্ষণের প্রস্তাব দেওয়া হয়েছে চীনকেও। তবে এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেয়নি চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়।’ এর আগেও পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য চীনে গিয়েছিলেন হু-র কর্মকর্তারা। তখনই জানা গিয়েছিল, অন্য কোনো প্রাণীর শরীর থেকেই করোনাভাইরাস মানুষের শরীরে ঢুকেছে। কিন্তু ঠিক কোন প্রাণী থেকে বা কীভাবে তা মানুষের শরীরে ঢুকল সে বিষয়টি এখনো পরিষ্কার নয় হু-র কাছে। আর যতক্ষণ তা স্পষ্ট নয় ততক্ষণ তার প্রতিষেধক খুঁজে বের করা সম্ভব নয় বলেই দাবি হু-র বিশেষজ্ঞদের।

এর আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ‘চীন থেকেই ছড়িয়েছে করোনাভাইরাস।’ যদিও এ দাবির পক্ষে কোনো প্রমাণ দিতে পারেননি তিনি। তাই করোনার প্রতিষেধক তৈরির আগে ঠিক কোন প্রাণী থেকে বা কীভাবে তা মানুষের শরীরে ঢুকল, তা খতিয়ে দেখতে চীনে যেতে চায় হু-র বিশেষজ্ঞদের একটি দল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর