শনিবার, ৯ মে, ২০২০ ০০:০০ টা

ট্রাম্পের করোনা পরীক্ষা প্রতিদিন

ট্রাম্পের করোনা পরীক্ষা প্রতিদিন

করোনাভাইরাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত এক পরিচালক আক্রান্ত হয়েছেন। ফলে ভয়ে আড়ষ্ট হয়ে পড়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তাই সাবধানতা অবলম্বনে এখন থেকে প্রতিদিন যুক্তরাষ্ট্রেও প্রেসিডেন্টের শরীরেও ভাইরাসটির উপস্থিতি আছে কিনা, তা পরীক্ষা করে দেখা হবে। বৃহস্পতিবার ওভাল অফিসে ট্রাম্প নিজেই প্রতিদিন তার স্বাস্থ্য পরীক্ষা হবে বলে জানান। তিনি  কভিড-১৯ থেকে সুরক্ষা নিশ্চিতে ব্যাপক ও ধারাবাহিক পরীক্ষার উপরও জোর দেন বলে সিএনএন জানিয়েছে। পরিচারক আক্রান্ত হওয়ার পর ট্রাম্পের শরীরে কভিড-১৯ শনাক্তে পরীক্ষা হলেও তার ফল ‘নেগেটিভ’ আসে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। কেবল ট্রাম্পই নয়, ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের শরীরেও নতুন করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি বলে বৃহস্পতিবার সকালে নিশ্চিত করে হোয়াইট হাউস। ‘ট্রাম্প ভালো আছেন, তিনি সুস্থ,’ বলেছেন হোয়াইট হাউসের এক উপদেষ্টা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর