শনিবার, ৯ মে, ২০২০ ০০:০০ টা

সমালোচনার মুখে পাকিস্তানের সংখ্যালঘু কমিশন

সমালোচনার মুখে পাকিস্তানের সংখ্যালঘু কমিশন

সংখ্যালঘু অধিকার সংরক্ষণের নামে একটি জাতীয় কমিশন গঠন করতে যাচ্ছে পাকিস্তান। নতুন পাকিস্তান গড়ে তোলার লক্ষ্য নিয়ে এই কমিশন গঠন করা হচ্ছে বলে দাবি করেছে দেশটির সরকার। তবে পাকিস্তানের ইমরান খান সরকারের এই পদক্ষেপ ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। এই কমিশনে গঠনের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন দেশটির আইনজীবী, অ্যাকাডেমিক, সুশীল সমাজসহ বিভিন্ন মানবাধিকার গ্রুপ। এই কমিশন গঠন প্রক্রিয়ায় আদালতের নির্দেশনা মানা হয়নি বলে অভিযোগ করেছেন তারা। তারা পাকিস্তান সরকারের এই কার্যক্রমকে আদালত অবমাননা হিসেবে আখ্যা দিয়েছেন।

পাকিস্তানের পিপলস কমিশন অন মাইনোরিটি রাইটসের চেয়ারপারসন পিটার জ্যাকব লাহোর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে বলেন, গত ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানের ধর্ম মন্ত্রণালয় সুপ্রিম কোর্টে যে সংখ্যালঘু কমিশন গঠনের পরিকল্পনা জমা দিয়েছে, তা সংবিধানবিরোধী এবং এটি আদালত অবমাননার শামিল। কেননা, মন্ত্রণালয় দাখিলকৃত ওই ডকুমেন্টে এই কমিশন পাকিস্তান জাতীয় সংসদ কর্তৃক গঠনের কথা বলেছে। এদিকে এই কমিশন থেকে বাদ দেওয়া হয়েছে দেশটির সংখ্যালঘু জনগোষ্ঠী আহমদিয়া সম্প্রদায়কে। এই সম্প্রদায় থেকে কোনো প্রতিনিধি রাখার সুযোগ রাখেনি পাকিস্তানের ধর্ম মন্ত্রণালয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর