শনিবার, ৯ মে, ২০২০ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রে প্রতি পাঁচে একটি শিশু অভুক্ত

সমীক্ষা প্রতিবেদন

করোনা আবহে যুক্তরাষ্ট্রে প্রতি ৫ জনের মধ্যে একটি শিশু অভুক্ত রয়েছে। এক সমীক্ষায় এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এলো। ব্রুকিং ইনস্টিটিউশনের সমীক্ষায় আরও বলা হয়েছে মোট জনসংখ্যার ১৭ দশমিক ৪ শতাংশ মা এবং তাদের ১২ বছরের কম বয়সী ছেলেমেয়েরা অর্থের অভাবে পর্যাপ্ত দৈনিক খাবার পাচ্ছে না। গবেষণা দলের প্রধান লওরেন বউর জানিয়েছেন, ঘরে ঘরে খাদ্য সংকট ২০১৮ সালের তুলনায় ১৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে এখন। সমীক্ষায় যে তথ্য মিলেছে তা থেকে স্পষ্ট, ২০০৮ সালের অর্থনৈতিক সংকটের থেকেও খারাপ পরিস্থিতি এ মুহূর্তে।  সমীক্ষায় দেখা গেছে, পর্যাপ্ত পরিমাণে খাদ্য তো মিলছেই না তার সঙ্গে কোনো কোনো ঘরে শিশুরা একবেলা খেয়েই দিন কাটাচ্ছে। যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণের জেরে কাজ হারিয়েছেন প্রায় ৩ কোটি মানুষ। যার জেরে বাড়িতে নেই পর্যাপ্ত খাদ্যের জোগান। ফলে অনাহারেই কাটাতে হচ্ছে দিন। কেউ কেউ একবেলা খেয়েই দিন কাটাচ্ছেন। তাই ব্রুকিং ইনস্টিটিউশনের গবেষণা দলের প্রধান লওরেন বউর ইতিমধ্যে প্রশাসনকে এ বিষয়ে ব্যবস্থা নিয়ে খাদ্য সংকট মেটানোর দিকে নজর দিতে অনুরোধ করেছেন। আন্তর্জাতিক শ্রমিক সংগঠন আগেই জানিয়েছে, করোনা সংক্রমণের জেরে সারা বিশ্বের অধিকাংশ মানুষই কাজ হারাবেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর