রবিবার, ১০ মে, ২০২০ ০০:০০ টা

নিজের মাস্ক পরা চেহারা ভালো লাগে না ট্রাম্পের!

নিজের মাস্ক পরা চেহারা ভালো লাগে না ট্রাম্পের!

করোনাভাইরাসের মহামারীকালেও নিজের চেহারা নিয়ে দারুণ সচেতন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনার হাত থেকে বাঁচতে করোনা নিয়ে বিদ্যমান পরিস্থিতিতে সাধারণ মানুষ বাইরে বেরোতে গেলেই মাস্ক পরছে। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যেন মাস্ক পরতে এক প্রকার নারাজ-ই। শুধু তাই নয়, নিজের মাস্ক পরা চেহারা নাকি একটুও ভালো লাগে না বাহাত্তুর পেরোনো এ রাষ্ট্রনায়কের। শুক্রবার করোনা নিয়ে হোয়াইট হাউসের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে বলে ফেললেনও সে কথা। অথচ খোদ প্রেসিডেন্ট ট্রাম্পের বাসভবন হোয়াইট হাউসেই হানা দিয়েছে এ ভাইরাস। তার একজন পুরুষ সেবক এবং ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের প্রেস সেক্রেটারি ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

অবশ্য মাস্কের বিরুদ্ধে নিজের বিরাগের কথা যে এই প্রথম বললেন তিনি, তা নয়। গত মাসেও একবার বলেছিলেন, তার ধারণা, মাস্ক পরা অবস্থায় বিশ্বনেতাদের সঙ্গে দেখা করলে তাদের ওপর ইতিবাচক কোনো প্রভাব বিস্তার করতে পারবেন না তিনি। মুখোশ পরা অবস্থায় আমি রানী, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীদের অভিবাদন জানাচ্ছি, ভাবতেই কেমন লাগে। তবে মাস্ক পরা নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প যা-ই ভাবুন, সবাই তার মতো করে ভাবছেন না। কারও কারও মতে, এটা দেখতে ভালো লাগা না লাগার প্রশ্ন নয়। এটা নিরাপত্তার প্রশ্ন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর