রবিবার, ১০ মে, ২০২০ ০০:০০ টা
অন্য খবর

মানুষের মূত্র হবে চাঁদে স্থাপনা তৈরির উপাদান!

মানুষের মূত্র হবে চাঁদে স্থাপনা তৈরির উপাদান!

চাঁদে কোনো এক সময় কংক্রিটের স্থাপনা তৈরির প্রয়োজন অনুভব করতেই পারে মনুষ্য প্রজাতি। চাঁদে যে কংক্রিটের ব্যবহার হবে তা তৈরির উপাদানের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। আর তা হলো, মানুষের মূত্র! শুক্রবার এমনটাই জানিয়েছেন ইউরোপিয়ান স্পেস এজেন্সির (ইএসএ) বিজ্ঞানীরা। টাইম ম্যাগাজিনের অনলাইন সংস্করণের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিজ্ঞানীরা মানুষের মূত্রে এক ধরনের ইউরিয়া পেয়েছেন। এটি এক ধরনের বর্ণহীন নাইট্রোজেন ঘটিত যৌগ, যা মানুষের মূত্রের প্রধান জৈব যৌগ। এটি দিয়ে ‘চান্দ্র কংক্রিটের’ মিশ্রণ তৈরি করা সম্ভব, যা কংক্রিটের মিশ্রণকে আরও দৃঢ় করতে সক্ষম হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর