শিরোনাম
রবিবার, ১০ মে, ২০২০ ০০:০০ টা

দ. কোরিয়ায় গুচ্ছ সংক্রমণ, সব বার নাইটক্লাব বন্ধ

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে সব বার ও নাইটক্লাব বন্ধের ঘোষণা দিয়েছেন শহরটির মেয়র পার্ক উন সুন। রাজধানীর একটি অঞ্চলে অবস্থিত নাইটক্লাবের সঙ্গে সংশ্লিষ্ট করোনারভাইরাসের গুচ্ছ সংক্রমণের পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাজধানীর সব বার ও নাইটক্লাব বন্ধ থাকবে। খবর সিএনএন

সিউলের মেয়র গতকাল এক সংবাদ সম্মেলনে বলেন, ‘বার ও নাইটক্লাব বন্ধ রাখার সিদ্ধান্ত অনতিবিলম্বে কার্যকর হবে।’

দেশটির কেন্দ্রীয় রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র কেসিডিসির তথ্যানুসারে, সিউলের উপকণ্ঠ ইয়নজিনের ২৯ বছর বয়সী এক বাসিন্দা গত ৭ মে করোনাভাইরাসে পজিটিভ হন। ওই ব্যক্তি গত ১ ও ২ মে রাজধানীর রাত্রীকালীন জনপ্রিয় এলাকা ইতাউনের কয়েকটি ক্লাবে যান। এরপর থেকে ওই ব্যক্তির সংস্পর্শে এসেছেন সম্ভাব্য আরও ৪০ জনের শরীরে করোনার উপস্থিতি ধরা পড়েছে। এর মধ্যে ২৭ জনই রাজধানীর বাসিন্দা। জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্যানুসারে, দক্ষিণ কোরিয়ায় করোনায় আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৮০০ জনের বেশি। এর মধ্যে মারা গেছেন ২৫৬ জন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর