রবিবার, ১০ মে, ২০২০ ০০:০০ টা

ক্যালিফোর্নিয়ায় প্রিজন কমপ্লেক্সে আটশর বেশি বন্দী আক্রান্ত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান্তা বারবারা কাউন্টির এক প্রিজন কমপ্লেক্সে অন্তত ৮২৩জন বন্দী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া কমপ্লেক্সে ২৫জন স্টাফও প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে ফেডারেল ব্যুরো অব প্রিজন্স (বিওপি) এক বিবৃতিতে জানায়।

সান্তা বারবারা কাউন্টির লম্পক ফেডারেল কারেকশনাল কমপ্লেক্স দুটি ফ্যাসিলিটি নিয়ে গঠিত। একটি হচ্ছে এফসিআই লম্পক যেখানে ১ হাজার ১৬২জন বন্দী রয়েছে। অপরটি হচ্ছে ইউএসপি লম্পক যেখানে বর্তমানে ১ হাজার ৫৪২ বন্দী আছে। বিওপির শুক্রবার প্রকাশিত সর্বশেষ তথ্যানুসারে, এফসিআই লম্পক কারাগারের বন্দীদের মধ্যে ৭৯২জন অর্থাৎ সেখানকার বন্দীদের ৬৮শতাংশই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর বাকি ৩১জন পার্শ্ববর্তী ইউএসপি কারাগারের বাসিন্দা। সর্বশেষ করোনায় আক্রান্ত দুজন বন্দীর মৃত্যু হয়েছে বলেও বিওপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। খবর সিএনএন

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর