রবিবার, ১০ মে, ২০২০ ০০:০০ টা
কোয়ারেন্টাইন সেন্টারের জন্য

৬ হাজার বর্গফুট জায়গা দিল কলকাতার মসজিদ কর্তৃপক্ষ

দীপক দেবনাথ, কলকাতা

কলকাতায় ক্রমেই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। কিন্তু সন্দেহজনক কভিড-১৯ মানুষকে আলাদা করে রাখার জন্য শহরে সে তুলনায় নেই পর্যাপ্ত কোয়ারেন্টাইন সেন্টার, কারণ জায়গার অভাব। একাধিক জায়গায় স্থানীয় বাসিন্দারাই এ সেন্টার তৈরিতে বাধা হয়ে দাঁড়িয়েছে। এমন অবস্থায় এগিয়ে এলো কলকাতার গার্ডেন রিচ এলাকার জামিয়া মসজিদ গাউসিয়া; যা স্থানীয়দের কাছে ‘বেঙ্গলি বাজার মসজিদ’ নামেই পরিচিত। কোয়ারেন্টাইন সেন্টার তৈরির জন্য প্রায় ৬ হাজার বর্গফুট জায়গা নিয়ে তৈরি ওই মসজিদের চতুর্থ তলা (থার্ড ফ্লোর) ছেড়ে দেওয়ার কথা জানালেন মসজিদের ইমাম মৌলানা কোয়ারি মহম্মদ মুসলিম রাজভি। ইতিমধ্যে কলকাতা পুরসভার কাছে প্রস্তাবও পাঠিয়েছেন তারা।

মৌলানা কোয়ারি বলেন, ‘শহরে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ার ফলে সরকার কোয়ারেন্টাইন সেন্টার তৈরির জন্য জায়গার সন্ধান করছে। তখন আমরা ভাবলাম যে আমাদের মসজিদের চতুর্থ তলাটি কেন দেওয়া হবে না। এর পরই মসজিদের চতুর্থ তলাই খালি করে দেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর