সোমবার, ১১ মে, ২০২০ ০০:০০ টা

নাইট ক্লাব থেকে ফের করোনা ছড়াল দক্ষিণ কোরিয়ায়

স্কুল ও ব্যবসাপ্রতিষ্ঠান পুরোপুরি খুলে দেওয়ার পরিকল্পনা ছিল দক্ষিণ কোরিয়ার। ইতিমধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যাপারেও বিধিনিষেধ অনেকটা শিথিল ছিল। তবে নতুন করে করোনা রোগী শনাক্ত হওয়ায় দ্বিতীয় সংক্রমণের আশঙ্কা করা হচ্ছে। দেশটির প্রেসিডেন্ট মুন জায়ে ইন বলেন, ‘করোনার সঙ্গে লড়াই এখনো শেষ হয়নি।’ করোনা নিয়ন্ত্রণে অন্যতম সফল এই দেশটিতে নতুন করে ৩৪ করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয় গত রবিবার। এতে করে ক্লাস্টার আকারে ফের করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। চীনের পর দ্রুত করোনা ছড়িয়ে ছিল দেশটিতে।

সর্বশেষ খবর