মঙ্গলবার, ১২ মে, ২০২০ ০০:০০ টা

ভুলক্রমে নিজেদের জাহাজে ইরানের হামলা, নিহত ১৯

ভুলক্রমে নিজেদের জাহাজে ইরানের হামলা, নিহত ১৯

ইরানি নৌবাহিনীর প্রশিক্ষণ মহড়া চলাকালীন ভুলবশত নিজেদের জাহাজেই মিসাইল হামলা করেছে ইরানের নৌসেনারা। এতে জাহাজটির অন্তত ১৯ নৌসেনা নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও অনেকে। রবিবার পারস্য উপসাগরে এই ঘটনা ঘটে। তবে এ ঘটনাকে ‘মানবসৃষ্ট ভুল’ হিসেবে ব্যাখ্যা করেছে ইরান। হরমুজ প্রণালির কাছে ওমান উপসাগরে এ মহড়া চলছিল। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এসব তথ্য জানিয়েছে।

রবিবার মহড়া চলাকালে তেহরান থেকে প্রায় ১ হাজার ২৭০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ওমান সাগরের জাস্ক বন্দরে এ দুর্ঘটনা ঘটে। হামলার শিকার জাহাজটির নাম  কোনারক। স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন, ইরানের  রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি) পরিচালিত ফ্রিগেট জামারান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ভুলক্রমে কোনারককে আঘাত হানলে এই দুর্ঘটনা ঘটে। সামাজিক  যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, আহত নাবিকদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হচ্ছে। ৪৭ মিটার দৈর্ঘ্যরে ডাচ-নির্মিত এই জাহাজটি সমুদ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে সক্ষম ছিল। তবে আত্মঘাতী এই হামলাকে ‘একটি দুর্ঘটনা’ বলেছে  দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। হামলার স্থান ওমান সাগরের এই অঞ্চলটিতে নিয়মিত মহড়া চালিয়ে আসছে ইরান এবং এটি হরমুজ প্রণালির পাশেই অবস্থিত।

সর্বশেষ খবর