মঙ্গলবার, ১২ মে, ২০২০ ০০:০০ টা

লকডাউন শিথিলে জার্মানিতে লাফিয়ে বাড়ছে সংক্রমণ

জার্মানিতে হঠাৎ লাফিয়ে বাড়ছে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ। লকডাউনের বিধিনিষেধ শিথিল করার কয়েকদিনের মধ্যেই দেশটিতে ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করে। দেশটির রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান রবার্ট কখ ইনস্টিটিউট (আরকেআই) দৈনিক বুলেটিনে জানিয়েছে, সংক্রমণের হার ১ দশমিক ১ এ পৌঁছেছে। অর্থাৎ, কভিড-১৯ আক্রান্ত  রোগীর সংক্রমণ ঘটানোর হার (রিপ্রোডাকশন রেট)  বেড়েছে। রোগীরা এখন গড়ে একজনের বেশি মানুষকে সংক্রমিত করছেন। এতেই বোঝা যাচ্ছে, জার্মানিতে আক্রান্তের সংখ্যা আবার বাড়ছে। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সংক্রমণের হার ১ এর নিচে রাখতে হবে। খবর বিবিসির। করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি হওয়ায় জার্মানিতে গত ২০ এপ্রিল প্রাথমিকভাবে লকডাউন কিছুটা শিথিলের ঘোষণা দিয়ে ছোট ছোট দোকানপাট খোলার অনুমতি দেওয়া হয়েছিল। এরপর গত বুধবার ১৬ রাজ্যের নেতাদের সঙ্গে আলোচনার পর চ্যান্সেলর আঙ্গেলা মার্কেল আরেক ধাপে নিয়ম কানুন শিথিলের ঘোষণা দেন।

সর্বশেষ খবর