মঙ্গলবার, ১২ মে, ২০২০ ০০:০০ টা

সংক্রমণ বাড়ায় চীনের শুলান শহর লকডাউন

চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় জিলিন প্রদেশের শুলান শহর আবারও লকডাউন ঘোষণা করা হয়েছে। সেখানে নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ দেখা দেওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর বিবিসির। শহরটিতে একদিনে এক লন্ড্রি থেকে ১১ জনের মধ্যে করোনা সংক্রমণ হয়েছে। রবিবার শহরটিতে নতুন আরও ১১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। তাদের সবাই এক ধোপাখানার কভিড-১৯ আক্রান্ত একজন নারীর স্বজন। ৪৫ বছর বয়সী ওই নারী লন্ড্রিকর্মীর মাধ্যমে প্রথমে তার পরিবারের মধ্যে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার ঘটনা ঘটে। তারপর ওই শহরে ১১ জন নতুন করে করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হন। যাদের চীনের বাইরে

ভ্রমণের কোনো ইতিহাস নেই। ওই নারী থেকে সংক্রমণ ছড়িয়ে তার স্বামী, বোন ও পরিবারের আরও কয়েকজন সদস্য আক্রান্ত হয়েছেন বলে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।

সর্বশেষ খবর