বুধবার, ১৩ মে, ২০২০ ০০:০০ টা

লকডাউন তোলা নিয়ে ফের সতর্ক করল স্বাস্থ্য সংস্থা

লকডাউন তোলা নিয়ে ফের সতর্ক করল স্বাস্থ্য সংস্থা

ইতিমধ্যেই একাধিক দেশ লকডাউন তুলে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। এই পরিস্থিতিতে ভাইরাসও চরিত্র বদলাচ্ছে। নতুন করোনাভাইরাসের সংক্রমণ ছড়ানোর খবর আসছে। এবার লকডাউন উঠে গেলে তা ব্যাপক হারে ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু। সংস্থাটি বলছে, লকডাউন তুলতে হলে প্রয়োজন ‘চূড়ান্ত নজরদারি’। বিধিনিষেধ শিথিল হওয়ার পর সাবধানতা অবলম্বন না করলে ফের দ্রুত গতিতে ছড়াতে পারে করোনাভাইরাস। মূলত ভারতে তৃতীয় দফার লকডাউনের ভবিষ্যৎ নিয়ে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীদের বৈঠকের পরপরই এই সতর্কবার্তা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাঁরা বলছে অনেক  দেশেই এখন দেখা যাচ্ছে লকডাউন শিথিল হওয়ার পর নতুন করে শুরু হচ্ছে সংক্রমণ। উদাহরণ হিসেবে চীন, জার্মানি, দক্ষিণ কোরিয়ার কথা বলছে হু। করোনার প্রকোপ কমায় গত কয়েকদিন ধরেই লকডাউন তোলার প্রক্রিয়া শুরু করেছে জার্মান সরকার। দক্ষিণ কোরিয়াও সংক্রমণের গতি কমার পর লকডাউন তোলার উদ্যোগ নিয়েছে। কিন্তু মুশকিল হলো, লকডাউনের বিধি শিথিল হতেই এই দেশগুলোতে নতুন করে সংক্রমণ শুরু হচ্ছে। একই ছবি চিনের উহানে। সেখানেও নতুন করে শুরু হয়েছে সংক্রমণ। সেই উদাহরণ তুলে ধরে হু এর কর্মকর্তা মাইক রায়ান বলছেন, লকডাউন তুললে সংক্রমণ নতুন করে ছড়িয়ে পড়া রুখতে ‘চূড়ান্ত নজরদারি’ প্রয়োজন। কারণ সংক্রমণের ‘ক্লাস্টার’গুলো যদি থেকে যায়, তাহলে রোগটি নিচুতলায় চলতেই থাকবে। ফলে ভাইরাসটি আবার আক্রমণ করবে পুরোদমে, এমন ঝুঁকি  থেকেই যাচ্ছে। পরিস্থিতি এখন অত্যন্ত জটিল এবং কঠিন। অন্যদিকে, বিশ্ব স্বাস্থ্য মহাপরিচালক তেদরোস আধানম গেব্রিয়াসিস বলছেন, ‘মানুষের প্রাণ বাঁচানোর জন্য খুব ধীরে ধীরে তুলতে হবে লকডাউন। কড়া নজর রাখতে হবে ঘটনাক্রমের ওপর।   তাড়াহুড়ো করে লকডাউন তুললে বিপদ  ফের বাড়তে পারে।’

তাড়াহুড়ো করে লকডাউন তোলা নিয়ে আগেই সতর্কবার্তা দিয়েছিল হু। কিন্তু দেশগুলোর সরকারের ভাষ্য টানা লকডাউনের ফলে বহু মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।  কিন্তু স্বাস্থ্য সংস্থার সাফ কথা, ‘যতদিন না কোনো কার্যকরী প্রতিষেধক তৈরি হচ্ছে, ততদিন আমাদের নিয়ন্ত্রিতভাবেই এই ভাইরাসের হাত থেকে বাঁচতে হবে।’

সর্বশেষ খবর