বুধবার, ১৩ মে, ২০২০ ০০:০০ টা

সবার মাঝে নেই ডোনাল্ড ট্রাম্প

সবার মাঝে নেই ডোনাল্ড ট্রাম্প

হোয়াইট হাউসের সব কর্মীকে মাস্ক পরার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের দুই সহযোগীর করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর এমন নির্দেশনা দেওয়া হয়েছে। সোমবার এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছেন তিনি। এতে হোয়াইট হাউসের কর্মীদের ওয়েস্ট উইংয়ে প্রবেশের সময় মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। তবে অন্যদের নির্দেশ দিলেও নিজে মাস্ক পরবেন না বলে জানিয়েছেন ট্রাম্প। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বিবিসি।

হোয়াইট হাউসের রোজ গার্ডেনে আয়োজিত সংবাদ সম্মেলনে নিজের মাস্ক না পরা নিয়ে কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, আমার মাস্ক পরার দরকার নেই। কারণ আমি সবার কাছ থেকে অনেক দূরে থাকি। তবে অন্যদের এখন থেকে অবশ্যই মাস্ক পরে হোয়াইট হাউসে প্রবেশ করতে হবে। ট্রাম্প বলেন, তিনি চান সবাই এ নিয়ম পালন করুক। ট্রাম্প আরও বলেন, হোয়াইট হাউসে প্রতিদিন কয়েকশ লোক প্রবেশ করে। কে নিজের অজান্তে ভাইরাস ছড়িয়ে দিচ্ছে আমরা জানি না।

সর্বশেষ খবর