বুধবার, ১৩ মে, ২০২০ ০০:০০ টা

ভারতে হামলার ছক কষছেন দাউদ-হাফিজ

ভারতে হামলার ছক কষছেন দাউদ-হাফিজ

করোনা আবহেও নিজের স্বভাব পাল্টায়নি পাকিস্তান। গোটা বিশ্ব যখন কভিড-১৯ মহামারীর সঙ্গে লড়ছে, তখন ফের ভারতে হামলার ছক কষছে পাকিস্তান গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিস ইনটেলিজেন্স (আইএসআই)। ভারতীয় গোয়েন্দা সূত্রে খবর, আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের সঙ্গে হাত মিলিয়ে ভারতে ফের ২৬/১১-এর ধাঁচে হামলা চালানোর পরিকল্পনা করছে পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবা। গোয়েন্দা সূত্রে খবর, রবিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি খামারবাড়িতে দেখা গিয়েছে ‘ডি-কোম্পানি’র প্রধান দাউদ ইব্রাহিমকে। প্রাক্তন পাকিস্তান প্রেসিডেন্ট পারভেজ মোশারফের বাসভবনের পাশেই ফার্ম হাউসটির অবস্থান। আইএসআইয়ের একটি দলকে সঙ্গে নিয়ে সেখানে পৌঁছায় দাউদ। ওই বাড়িতে ভারতে হামলার পরিকল্পনা নিয়ে শীর্ষ লস্কর নেতা হাফিজসহ অন্যদের সঙ্গে জরুরি বৈঠক করে মুম্বাই ধারাবাহিক বিস্ফোরণের মূল হোতা। তার আগে সম্প্রতি করাচিতে দাউদের সঙ্গে দেখা করে লস্করের দ্বিতীয় শীর্ষ কমান্ডার আবদুর রহমান মক্কি। ভারতীয় প্রতিরক্ষা বিশেষজ্ঞদের  মতে, মুম্বাই হামলার ধাঁচেই সমুদ্রপথে গুজরাট অথবা মহারাষ্ট্র হয়ে ভারতে তাদের অনুচরদের হাতে অস্ত্রশস্ত্র পৌঁছে দেওয়ার পরিকল্পনা করছে লস্কর।

সর্বশেষ খবর