বুধবার, ১৩ মে, ২০২০ ০০:০০ টা

সংক্রমণ বৃদ্ধির মধ্যেই লকডাউন শিথিলের ঘোষণা পুতিনের

সংক্রমণ বৃদ্ধির মধ্যেই লকডাউন শিথিলের ঘোষণা পুতিনের

রাশিয়ায় গত ছয় সপ্তাহ ধরে চলা লকডাউন মঙ্গলবার থেকে ধাপে ধাপে শিথিলের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। সোমবার পুতিন টিভিতে এক ভাষণে এ ঘোষণা দেন। এ দিনও দেশটিতে রেকর্ড সংখ্যক মানুষ করোনাভাইরাস আক্রান্ত হয়েছে। খবর মস্কো টাইমসের।  এদিকে গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৮৯৯ জন নতুন আক্রান্ত নিয়ে রাশিয়ায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২,৩২,২৪৩ জনে। এর মধ্য দিয়ে বিশ্বে আক্রান্তের সংখ্যায় দেশটি দ্বিতীয় স্থানে উঠে এসেছে।  জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হালনাগাদ তথ্যানুযায়ী মঙ্গলবার পর্যন্ত যুক্তরাজ্যে আক্রান্তের সংখ্যা ২,২৪,৩৩২ জন, স্পেনে ২,২৭,৪৩৬ এবং যুক্তরাষ্ট্রে ১৩,৪৭,৯৩৬ জন।

সর্বশেষ খবর