বুধবার, ১৩ মে, ২০২০ ০০:০০ টা

কভিড টিকার তথ্য চুরির চেষ্টা চালাচ্ছে চীনা হ্যাকাররা!

কভিড-১৯ টিকার গবেষণা ও তৈরির পদ্ধতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য চুরির চেষ্টার অভিযোগ উঠল চীনা হ্যাকারদের বিরুদ্ধে। আমেরিকার ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) ও সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের অভিযোগ, ওই সব গুরুত্বপূর্ণ তথ্য চুরির জোর চেষ্টা চালাচ্ছে চীনা হ্যাকাররা। ওই হ্যাকারদের সঙ্গে চীনা সরকারেরও যোগসাজশ রয়েছে। চিনা পরররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অবশ্য এ অভিযোগ উড়িয়ে দিয়েছেন। প্রথম সারির দুটি মার্কিন দৈনিক ‘নিউইয়র্ক টাইমস’ ও ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’ সোমবার এ খবর জানিয়েছে। ওই দুই দৈনিক সূত্রের খবর, এফবিআই এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ নিরাপত্তা (হোমল্যান্ড সিকিউরিটি) দফতর এ ব্যাপারে দিন কয়েকের মধ্যেই একটি সতর্কতা জারি করতে চলেছে। কভিড-১৯ ভাইরাসের টিকা যত তাড়াতাড়ি সম্ভব বানানোর জন্য এখন আমেরিকায় জোরকদমে কাজ চলছে সরকারি ও বেসরকারি স্তরে। টিকা নিয়ে গবেষণা ও তা দ্রুত বানানোর জন্য যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে আমেরিকার বিভিন্ন ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলো। এফবিআই এবং মার্কিন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা এমনও দাবি করেছেন, করোনা রোগীদের কীভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে আর কীভাবে তাদের কোনো কোনো ধরনের পরীক্ষা করা হচ্ছে আমেরিকায়, তার যাবতীয় তথ্যাদি ও মেধাস্বত্ব চুরিরও চেষ্টা চালাচ্ছে ওই চীনা হ্যাকাররা।

সর্বশেষ খবর