বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০ ০০:০০ টা

ভারতে কভিড রোগীদের ওপর ‘ফ্যাভিপিরাভির’ প্রয়োগ শুরু

ভারতে কভিড রোগীদের ওপর ‘ফ্যাভিপিরাভির’ প্রয়োগ শুরু

করোনাভাইরাস সামাল দিতে ভারতে তৃতীয় দফায় ভাইরাস প্রতিরোধী ওষুধ ফ্যাভিপিরাভিরের পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয়েছে। জাপানের ফুজিফিল্ম ক্যামিক্যালস কোম্পানি ২০১৪ সালে এ ফ্যাভিপিরাভির ওষুধটিকে ‘অ্যাভিগান’ নামে  তৈরি করে। গত এপ্রিলে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়ার তরফে সে দেশের ওষুধ প্রস্তুতকারক সংস্থা গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালসকে এ ওষুধ তৈরির অনুমতি দেওয়া হয়। এর পরই ভাইরাসরোধী ফ্যাভিপিরাভির ওষুধ নিয়ে পরীক্ষা শুরু হয়। গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস গতকাল এক বিবৃতিতে জানিয়েছে, প্রথম ভারতীয় কোম্পানি হিসেবে গ্লেনমার্ক কভিড-১৯ রোগীদের ওপর তৃতীয় দফায় ফ্যাভিপিরাভির পরীক্ষামূলকভাবে প্রয়োগ করেছে।জাপান প্রথম করোনা রোগীদের ওপর ওষুধটি প্রয়োগ করে।

পরবর্তী সময়ে চীন, রাশিয়া, ইতালিতেও ওষুধটির ব্যবহার শুরু হয়। কিছুটা সাফল্যও পাওয়া যায়। গ্লেনমার্ক বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবার ভারতের নামি ১০টি হাসপাতালে ভর্তি কভিড-১৯ এ আক্রান্ত রোগীর ওপর ওষুধটি প্রয়োগ করা হয়।

সর্বশেষ খবর