বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০ ০০:০০ টা

লকডাউন মানেন না টেসলার প্রধান

ক্যালিফোর্নিয়ায় খুললেন কারখানা

লকডাউন মানেন না টেসলার প্রধান

করোনাভাইরাস মহামারীতে বিদ্যমান পরিস্থিতির মাঝেই ক্যালিফোর্নিয়ার আলামেডা কাউন্টিতে ফ্রিমন্ট কারখানা খুলে দিয়েছেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির মালিক কানাডিয়ান আমেরিকান এ ব্যবসায়ী বলছেন, কারখানায় পুলিশ গেলে তিনি নিজে গ্রেফতার হবেন। তারপরও কারখানা বন্ধ করবেন না।  তার আগে কারখানা খোলা নিয়ে স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে একটি মামলা করেন তিনি। ইলন মাস্ক গত মাস থেকেই যুক্তরাষ্ট্রজুড়ে আরোপিত লকডাউনের বিরুদ্ধে সোচ্চার। এর মধ্যে গত শনিবার আলামেডা কাউন্টির বিরুদ্ধে মামলা করে দেন। অভিযোগে কাউন্টির কর্মকা-কে তিনি ‘ক্ষমতা-দখলের’ সঙ্গে তুলনা করেন। পাশাপাশি হুমকি দেন, খুলতে না দিলে কারখানা নেভাডা অথবা টেক্সাসে সরিয়ে নেবেন। টেসলা প্রধান বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়া গভর্নরের কাছে কারখানা খোলার অনুমতি চান। তবে কর্তৃপক্ষের কাছ থেকে কোনো সাড়া না পেয়ে গত রবিবার নিজেই জানিয়ে দেন, তার কারখানায় কাজে ফিরছেন শ্রমিকরা। সোমবার এক টুইটে তিনি লেখেন, ‘শ্রমিকদের সঙ্গে আমি কাজে নামব। কেউ গ্রেফতার হলে সেটা হব শুধু আমি।’

সর্বশেষ খবর