বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০ ০০:০০ টা

প্রেসিডেন্ট নির্বাচনে ভোটার উপস্থিতি শূন্য!

মহামারী করোনাভাইরাসের মধ্যেই পোল্যান্ডে হয়ে গেল প্রেসিডেন্ট নির্বাচন। আর এতে ভোটার উপস্থিতি ছিল শূন্য। অবশ্য রবিবার অনুষ্ঠিত এই নির্বাচনে পোলিং স্টেশনগুলো বন্ধ ছিল কিন্তু ভোট আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়নি। করোনার কারণে কয়েক সপ্তাহ ধরে আইনি জটিলতা চলছিল যে, এই নির্বাচন হবে নাকি বাতিল হবে। আইনি ম্যারপ্যাঁচেই শেষ পর্যন্ত নির্বাচন বন্ধ করা না হলেও

ভোটের বুথ বন্ধ থাকে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে পোল্যান্ডের শাসক দল ল’ অ্যান্ড জাস্টিস পার্টির (পিএস) বিরুদ্ধে অগণতান্ত্রিক চর্চার অভিযোগ রয়েছে।

 

 

সর্বশেষ খবর