শুক্রবার, ১৫ মে, ২০২০ ০০:০০ টা

আয়ুর্বেদিক ৪ ওষুধের পরীক্ষা চালাবে ভারত

আয়ুর্বেদিক ৪ ওষুধের পরীক্ষা চালাবে ভারত

করোনাভাইরাসের রোগীদের চিকিৎসার জন্য আয়ুর্বেদিক চারটি ওষুধের পরীক্ষা শিগগিরই চালানো হবে বলে ঘোষণা দিয়েছে ভারত। গতকাল দেশটির আয়ুশবিষয়ক প্রতিমন্ত্রী শ্রীপদ ওয়াই নায়েক এক টুইট বার্তায় এই ঘোষণা দিয়েছেন।

তিনি বলেন, করোনাভাইরাসের চিকিৎসার জন্য ভারত ঐতিহ্যবাহী চারটি ওষুধের সূত্র ধরে কাজ করছে এবং শিগগিরই এর ট্রায়াল শুরু হবে। আয়ুর্বেদ, যোগ, ইউনানী, সিদ্ধা এবং হোমিওপ্যাথির সমন্বয়ে দেশটির ঐতিহ্যবাহী আয়ুশ মন্ত্রণালয় গঠিত।

ভারতীয় এই মন্ত্রী বলেন, আয়ুশ মন্ত্রণালয় এবং দ্য কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর) কভিড-১৯ মহামারীর বিরুদ্ধে চারটি আয়ুশ ফর্মুলেশন যাচাই করার জন্য একসঙ্গে কাজ করছে। আগামী এক সপ্তাহের মধ্যে এই ওষুধের পরীক্ষা শুরু হবে। তিনি আরও বলেন, করোনা রোগীদের জন্য একটি অ্যাড-অন থেরাপি এবং স্ট্যান্ডার্ড কেয়ার হিসেবে ওষুধগুলো ব্যবহারের চেষ্টা করা হবে।

দ্য কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের সঙ্গে যৌথভাবে দেশটির আয়ুশ মন্ত্রণালয় ঐতিহ্যবাহী ওষুধগুলো নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে।

সর্বশেষ খবর