শুক্রবার, ১৫ মে, ২০২০ ০০:০০ টা

ড. ফাউচিকে এক হাত নিলেন ট্রাম্প

ড. ফাউচিকে এক হাত নিলেন ট্রাম্প

করোনাভাইরাস মহামারীতে এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। আর দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক বিতর্কিত সিদ্ধান্তে পরিস্থিতি ক্রমে খারাপের দিকে যাচ্ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। সর্বশেষ আগামী নভেম্বরে নির্বাচনকে ঘিরে দেশটির অর্থনৈতিক খাত ও বিদ্যালয়গুলো খোলার ব্যাপারে সম্মতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ শক্তিধর এই ব্যক্তি। ট্রাম্পের এমন উৎসাহের পর দেশটির শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি সতর্কতা দিয়ে জানান, এত দ্রুত শিল্পাঞ্চল ও বিদ্যালয় খুলে দিলে অবস্থা আরও ভয়াবহ হতে পারে। ড. ফাউচির এমন সতর্কতায় চটেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। লকডাউন শিগগিরই শিথিলের ব্যাপারে যুক্তরাষ্ট্রের এই স্বনামধন্য বিজ্ঞানীর সতর্ক বার্তাকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়েছেন তিনি। বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ কথা বলেন। খবর নিউইয়র্ক টাইমস।

ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যান্থনি ফাউচি। মঙ্গলবার সিনেটে আইনপ্রণেতাদের এক শুনানিতে অংশ নেন হোয়াইট হাউসের করোনা টাস্ক ফোর্সের অন্যতম এই সদস্য। ওই শুনানিতে তিনি সিনেটরদের সতর্ক করে বলেন, লকডাউন উঠানো হলে  রাজ্য ও শহরগুলো করোনার মারাত্মক হুমকির মুখে পড়বে।

সর্বশেষ খবর