শুক্রবার, ১৫ মে, ২০২০ ০০:০০ টা
চ্যান্সেলরের সতর্কবার্তা

মন্দার কবলে যুক্তরাজ্য

যুক্তরাজ্য প্রতিনিধি

মন্দার কবলে যুক্তরাজ্য

যুক্তরাজ্যের চ্যান্সেলর (অর্থমন্ত্রী) রিষি সুনাক বলেছেন, খুব সম্ভবত যুক্তরাজ্য একটি উল্লেখযোগ্য মন্দার অবস্থানে রয়েছে। কারণ পরিসংখ্যানগুলো দেখাচ্ছে, আর্থিক সংকটের কারণে সবচেয়ে দ্রুতগতিতে দেশের অর্থনীতি সংকুচিত হচ্ছে। ২০২০ সালের প্রথম তিন মাসে অর্থনীতিটি ২% সংকুচিত হয়েছিল। কারণ করোনভাইরাস দেশকে লকডাউনে বাধ্য করেছিল। রিষি সুনাক গতকাল বিবিসিকে আরও বলেন, মার্চে ভাইরাসের প্রভাবের মাত্র কয়েক দিনে অর্থনীতির পতনকে ধাক্কা দিয়েছে। প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারির তুলনায় মার্চ মাসে যুক্তরাজ্যের অর্থনীতি সংকুচিত হয়েছে রেকর্ড ৫ দশমিক ৮ শতাংশ। তবে এপ্রিল মাসের সংকোচন আরও বেশি হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ ওই মাসের পুরোটাই লকডাউনে রয়েছে যুক্তরাজ্য। গত বুধবার দেশটির জাতীয় পরিসংখ্যান অফিস (ওএনএস) জানিয়েছে, ২০১৯ সালের শেষ প্রান্তিকের তুলনায় চলতি বছরের প্রথম তিন মাসে যুক্তরাজ্যের মোট দেশজ উৎপাদন (জিডিপি) কমেছে দুই শতাংশ।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর