শুক্রবার, ১৫ মে, ২০২০ ০০:০০ টা

লকডাউনে হেঁটে ক্লান্ত শিশুটি ঘুমিয়ে পড়ল সুটকেসের ওপরেই

লকডাউনে হেঁটে ক্লান্ত শিশুটি ঘুমিয়ে পড়ল সুটকেসের ওপরেই

বাড়ি ফিরতে হাঁটতে হবে অনেকটা পথ। কিন্তু ছোট্ট শরীর আর কিছুতেই চলছিল না। এ অবস্থায় ক্লান্ত শিশুটি মায়ের হাতে ধরা সুটকেসের ওপরই ঘুমিয়ে পড়ে। এতে সুটকেসের ওজন হয়ে ওঠে দ্বিগুণ ভারী। কষ্ট হলেও সন্তানসহ সুটকেসটি একই তালে টানতে থাকেন মা। কারণ পিছিয়ে পড়লে তাকে দলছুট হতে হবে। সম্প্রতি এমনই এক দৃশ্য দেখা গেছে ভারতের উত্তরপ্রদেশের আগ্রায়। ভারতজুড়ে লকডাউন চলায় ছেলেকে নিয়ে ছোট একটি দলের অংশ হয়ে এভাবেই বাড়ি ফিরতে দেখা যায় তাকে। এনডিটিভির খবর অনুযায়ী, পাঞ্জাব থেকে পরিযায়ী ওই নারী শ্রমিক একটি দলের সঙ্গে ঝাঁসিতে ফিরছিলেন। দুই স্থানের মধ্যে দূরত্ব ৮০০ কিলোমিটার হলেও হেঁটেই সেই পথ অতিক্রম করার চেষ্টা ছিল দলটির। লকডাউনে ভারতের বিভিন্ন স্থানে আটকেপড়া পরিযায়ী শ্রমিকদের জন্য সরকারের পক্ষ থেকে বাসের ব্যবস্থা করার কথা থাকলেও অনেক স্থানে সে ব্যবস্থা দেখা যায়নি। সন্তানকে নিয়ে হেঁটে চলা পরিশ্রান্ত নারীকে এমন বাসের খোঁজ জানেন কি না জানতে চাইলেও মেলেনি উত্তর। বরং যত দ্রুতগতিতে সম্ভব সন্তানকে টেনে হাঁটতে দেখা যায় ওই পরিযায়ী নারী শ্রমিককে।

সর্বশেষ খবর