শুক্রবার, ১৫ মে, ২০২০ ০০:০০ টা

বিড়াল থেকে বিড়ালে ছড়াচ্ছে করোনা!

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী প্রাণ হারিয়েছে অসংখ্য মানুষ। এরই মধ্যে মার্কিন একদল গবেষক জানিয়েছেন, কভিড-১৯ সংক্রমণ এক বিড়াল থেকে অন্য বিড়ালের শরীরে হতে পারে! ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, বিড়াল করোনায় আক্রান্ত হলেও এদের শরীরে কোনো উপসর্গ দেখা দেয় না। খবর সিএনএন। গবেষকরা তাদের ল্যাবে তিনটি ভিন্ন বিড়ালকে করোনায় আক্রান্ত করেন। আর তিন দিন পরেই তাদের নিজেদের মধ্যে ভাইরাসটি ছড়িয়ে পড়তে দেখা যায়। আক্রান্ত বিড়ালটি যখন একটি সুস্থ বিড়ালের সঙ্গে কিছু দিনের জন্য মিলিত হয়, তখনই সেই সুস্থ বিড়ালটির শরীরে করোনা সংক্রমণ ঘটে।

সর্বশেষ খবর