শনিবার, ১৬ মে, ২০২০ ০০:০০ টা

আফ্রিকায় করোনা ঝুঁকিতে ২৫ কোটি মানুষ

আফ্রিকায় করোনা ঝুঁকিতে ২৫ কোটি মানুষ

আফ্রিকা মহাদেশে এক বছরে ২৫ কোটি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হতে পারে বলে সতর্ক করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বিজ্ঞানীরা। বিএমজে গ্লোবাল হেলথ জার্নালে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এ আশঙ্কার কথা তুলে ধরা হয়েছে। খবর এএফপি। গবেষণায় বলা হয়েছে, কভিড-১৯ এ আফ্রিকায় দেড় লাখ থেকে এক লাখ ৯০ হাজার মানুষের মৃত্যু হতে পারে। এতে বলা হয়, ৫৫ লাখ মানুষের হাসপাতালে চিকিৎসা গ্রহণ প্রয়োজন হতে পারে। যদিও ম্যালেরিয়া, যক্ষ্মা ও এইচআইভির চিকিৎসা দিতেই এ মহাদেশের স্বাস্থ্যব্যবস্থা হিমশিম খাচ্ছে।

গবেষকরা বলেছেন, নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নিলে কী ধরনের সমস্যা হতে পারে সে বিষয়গুলো তুলে ধরেছে আমাদের মডেল। করোনার লাগামহীন বিস্তারে মানুষের প্রাণহানির ঘটনা নিয়ন্ত্রণে বিশ্বের বেশিরভাগ দেশের স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে। আফ্রিকার করোনার সংক্রমণ ধীর গতিতে বাড়ছে। তবে এরই মধ্যে দক্ষিণ সুদানের বাস্তুচ্যুত মানুষদের শিবিরে সংক্রমণ ছড়িয়ে পড়েছে। বিশেষজ্ঞরা বরাবরই বলে আসছেন, এ মহামারীতে আফ্রিকা বড় ধরনের ঝুঁকির মধ্যে রয়েছে।

সর্বশেষ খবর