শনিবার, ১৬ মে, ২০২০ ০০:০০ টা

ভারতের প্রণোদনা পাকিস্তানের জিডিপির সমান!

করোনাভাইরাস মহামারী থেকে ঘুরে দাঁড়াতে আর্থিক প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার জাতির উদ্দেশে ভাষণে মোদি ২০ লাখ কোটি রুপির (২৬৬ বিলিয়ন মার্কিন ডলার) এ প্যাকেজের রূপরেখা ঘোষণা করেন।  এ প্রণোদনা ভারতের জিডিপির প্রায় দশ শতাংশ হলেও চিরপ্রতিদ্বন্দ্বী ও প্রতিবেশী দেশ পাকিস্তানের মোট জিডিপির প্রায় সমান। বিশ্ব ব্যাংকের তথ্যানুসারে, করোনাভাইরাস প্রাদুর্ভাবের পর পাকিস্তানের মোট জিডিপির পরিমাণ দাঁড়িয়েছে ২৮৪ বিলিয়ন মার্কিন ডলারে। শুধু তাই নয়, ভারতের করোনাকালীন ত্রাণ প্যাকেজ ভিয়েতনাম, পর্তুগাল, গ্রিস, নিউজিল্যান্ড ও রোমানিয়ার জিডিপির চেয়েও বেশি।

মোদির এ অর্থনৈতিক প্যাকেজকে স্বাগত জানিয়েছে দেশটির ক্ষমতাসীন দল বিজেপি। দলটি জানিয়েছে, ভারতে এর আগে কখনো ২০ লাখ কোটি রুপির এতবড় প্যাকেজ ঘোষণা করা হয়নি। দলটির সভাপতি জেপি নাড্ডা বলেন, এটা ভারতের মোট জিডিপির ১০ শতাংশের  কাছাকাছি। হিন্দুস্তান টাইমস।

সর্বশেষ খবর