শনিবার, ১৬ মে, ২০২০ ০০:০০ টা

লকডাউন উঠছে স্বাভাবিক হচ্ছে নিউজিল্যান্ড

প্রাণঘাতী করোনা ঠেকাতে দেশে দেশে দেওয়া হয়েছিল লকডাউন। তবে এটি ধীরে ধীরে তুলে নিচ্ছে কিছু দেশ। তেমনি মহামারীতে জারি থাকা লকডাউন থেকে বেরিয়ে স্বাভাবিকতায় ফিরছে নিউজিল্যান্ড। চালু হচ্ছে বেশিরভাগ ব্যবসা-বাণিজ্য, খুলছে দোকানপাট, ক্যাফে, পার্ক। পরিবার-বন্ধুবান্ধবদের সঙ্গে দেখা করার ওপর থেকে উঠছে নিষেধাজ্ঞা। চতুর্থ মাত্রা থেকে লকডাউন নামিয়ে আনা হচ্ছে দ্বিতীয় মাত্রায়। এ স্তরকে বলা হচ্ছে, ‘আরও নিরাপদ নতুন স্বাভাবিক’ অবস্থা। এর আগে এপ্রিলে নিউজিল্যান্ড লকডাউনের মাত্রা চার থেকে তিন-এ নামিয়ে এনেছিল। সংক্রমণ কমে আসায় দেশটিতে লকডাউনের মাত্রাও কমছে। গত কয়েক দিনে নতুন কোনো কভিড-১৯ রোগী ধরা পড়েনি নিউজিল্যান্ডে।

সর্বশেষ খবর