রবিবার, ১৭ মে, ২০২০ ০০:০০ টা
নরেন্দ্র মোদির উদ্দেশে রাহুল গান্ধী

ঋণ নয়, করোনাকালে গরিবের হাতে নগদ টাকা প্রয়োজন

কলকাতা প্রতিনিধি

ঋণ নয়, করোনাকালে গরিবের হাতে নগদ টাকা প্রয়োজন

করোনাভাইরাস ও লকডাউনের আবহে ভারতের গরিব ও পরিযায়ী শ্রমিকদের দুর্দশা ঘোচাতে তাদের ব্যাংক অ্যাকাউন্টে অর্থ দেওয়ার সুপারিশ করেছেন দেশটির কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তার অভিমত, ঋণ নয়, বর্তমানে আমাদের গরিব মানুষের হাতে রুপি প্রয়োজন। আর তা না হলে বিপর্যয় সুনিশ্চিত বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। শনিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপের সময় কভিড-১৯ মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের ঘোষিত আর্থিক প্যাকেজের বিষয়টি তুলে ধরে রাহুল বলেন, ‘সরকার যেন মানিলেন্ডারদের (যে ব্যক্তি বা সংস্থা রুপি ধার দিয়ে থাকে) মতো কাজ না করে। সরকারের উচিত বাবা-মার মতো দেশের সন্তানদের হাতে রুপি তুলে দেওয়া। কারণ আজ ওদের অর্থের প্রয়োজন। যে পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফেরার জন্য রাস্তায় হেঁটে চলেছেন, ওদের ঋণের দরকার নেই, ওদের অর্থের খুব প্রয়োজন। যে কৃষক কষ্ট পাচ্ছেন, ওদের ঋণের প্রয়োজন নেই, দরকার রুপির। আর দেশে অর্থের কোনো খামতি নেই। এটাই আমার প্রধান বার্তা। এটা কোনো রাজনৈতিক বার্তা নয়।’ একটি উদাহরণ দিয়ে রাহুল বলেন, ‘মা তার সন্তানদের অর্থ দেয়-এর  পেছনে দুটি কারণ আছে- একটি ভালোবাসা অন্যটি হলো ওই সন্তান তাদের ভবিষ্যৎ। যে মানুষগুলো আজ সড়কের ওপর দিয়ে পেটে ক্ষিদে নিয়ে হাঁটছে-এরা ভারতের ভবিষ্যৎ। এরা আমাদের ভাইবোন-মা-বাবা। এদের সবার পাশে আমাদের দাঁড়ানো উচিত।’ করোনায় ক্ষতিগ্রস্ত অর্থনীতিকে চাঙ্গা করতে সম্প্রতি মোদি সরকার ২০ লাখ কোটি রুপির আর্থিক প্যাকেজের ঘোষণা দেয় সেই প্যাকেজ পুনর্বিবেচনারও আর্জি জানান রাহুল।

 

সর্বশেষ খবর