রবিবার, ১৭ মে, ২০২০ ০০:০০ টা

একবার জীবাণুনাশক ব্যবহারে ৩ মাস নিশ্চিন্ত : গবেষণা

একবার জীবাণুনাশক ব্যবহারে ৩ মাস নিশ্চিন্ত : গবেষণা

বিশেষ এক ধরনের জীবাণুনাশকের (অ্যান্টিমাইক্রোবায়াল কোটিং) সন্ধান দিয়েছেন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। কোনো কিছুর ওপর একবার এ জীবাণুনাশক প্রয়োগ করা হলে ৯০ দিন পর্যন্ত তার ধারে কাছেও ঘেঁষতে পারবে না করোনাভাইরাসের জীবাণু। করোনাভাইরাস মোকাবিলায় একটি নতুন প্রতিরক্ষা ব্যবস্থা হতে পারে বলে গবেষকদের অভিমত।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের গবেষকদের করা গবেষণাটি শুক্রবার প্রকাশিত হয়েছে। যদিও গবেষণাটি এখন পর্যন্ত পিয়ার রিভিউড নয়। গবেষণা প্রতিবেদনটিতে বলা হয়েছে, বিশেষ ওই জীবাণুনাশকের ব্যবহারে মাত্র ১০ মিনিটের মধ্যে ৯০ শতাংশ করোনাভাইরাস ধ্বংস হবে। আর দুই ঘণ্টার মধ্যে করোনাভাইরাসের ৯৯ দশমিক ৯৯ ভাগ জীবাণু খুঁজে পাওয়া যাবে না। অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞানী ও গবেষণাটির জ্যেষ্ঠ লেখক অধ্যাপক চার্লস গের্বা বলেছেন, এই আবিষ্কারে নতুন করোনাভাইরাস প্রতিরোধে এক ধাপ অগ্রগতি হলো। মানুষকে সংক্রমিত করে এমন আরেক ধরনের করোনাভাইরাস ২২৯ই-এর ওপর জীবাণুনাশকটির পরীক্ষা চালিয়েছেন গবেষকরা। নতুন করোনাভাইরাসের সঙ্গে ২২৯-ই করোনাভাইরাসের গঠন প্রকৃতি ও জিনগত মিল রয়েছে। ২২৯-ই করোনাভাইরাসের কারণে মানুষ সামান্য সর্দি-জ্বরে আক্রান্ত হয়। পরীক্ষায় দেখা গেছে, কোনো বস্তুর ওপর বর্ণহীন জীবাণুনাশকটি একবার প্রয়োগের পর তিন থেকে চার মাস তার ধারে কাছে ঘেঁষতে পারেনি করোনাভাইরাসের জীবাণু। এটি কোনো রকেট সায়েন্স নয় বলে জানিয়েছেন গবেষকরা।

সর্বশেষ খবর