রবিবার, ১৭ মে, ২০২০ ০০:০০ টা

করোনায় পাল্টে দিচ্ছে সব কিছু : ড. নীনা

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র

করোনায় পাল্টে দিচ্ছে সব কিছু : ড. নীনা

সামনের নভেম্বরে জাতীয় নির্বাচনের দিন সবকটি কংগ্রেস, ইউএস সিনেটের ৩৩ আসন ছাড়াও পেনসিলভেনিয়াসহ বেশ কটি স্টেটে বিভিন্ন পর্যায়ের ভোটগ্রহণ করা হবে। এসব আসনে দলীয় প্রার্থী বাছাইয়ের নির্বাচন (প্রাইমারি) ইতিমধ্যেই শুরু হয়েছে। করোনা আতঙ্কে লোকজনের ঘরে থাকার নির্দেশ সত্ত্বেও কয়েকটি স্টেটে প্রাইমারি সম্পন্ন হয়েছে। নিউইয়র্ক স্টেটের প্রাইমারি অবশ্য আদালতের নির্দেশে স্থগিত রাখা হয়েছে। তবে আসছে ২ জুন পেনসিলভেনিয়া স্টেটের অডিটর জেনারেলসহ বিভিন্ন আসনের প্রাইমারি এখনো বহাল রয়েছে। এজন্যে সম্ভাব্য প্রার্থীরা করোনায় গৃহবন্দী থেকেই নানা অবলম্বনে ভোট প্রার্থনা করছেন। ১০ মে এমনই একটি ভোট প্রার্থনায় ক্যাম্পেইন টিমের এক মিটিংয়ের আয়োজন করেন ডেমোক্র্যাটিক পার্টি থেকে অডিটর জেনারেল প্রার্থী বাংলাদেশি-আমেরিকান ড. নীনা। এর সমন্বয় করেন ক্যাম্পেইন কমিটির জ্যেষ্ঠ উপদেষ্টা ড. ইবরুল চৌধুরী।

স্বাগত বক্তব্যে ড. নীনা অদৃশ্য শত্রু করোনায় যারা মারা গেছেন তাদের আত্মার শান্তি এবং আক্রান্তদের দ্রুত আরোগ্য কামনা করেন।

সর্বশেষ খবর