রবিবার, ১৭ মে, ২০২০ ০০:০০ টা

ভ্রমণে বিধিনিষেধ তুলে নিচ্ছে ইতালি

প্রাণঘাতী করোনা ঠেকাতে দেশে দেশে যে কড়াকড়ি ছিল তা ধীরে ধীরে  শিথিল করছে বিভিন্ন দেশ। ইতালিও ওই পথে হাঁটছে। দেশটি ভ্রমণের ওপরও কড়াকড়ি তুলে নিচ্ছে । ইতালির সরকার সম্প্রতি এক ডিক্রি জারি করেছে। এর আওতায় আগামী ৩ জুন থেকে ভ্রমণে কড়াকড়ি তুলে নেওয়া হচ্ছে। দেশজুড়ে লকডাউন শিথিল করা হয়েছে। এরই অংশ হিসেবে একের পর এক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে। নতুন এ পদক্ষেপের ফলে ইতালিতে প্রবেশের অনুমতি পাবেন ভ্রমণকারীরা। একই সঙ্গে ইতালি থেকেও বিভিন্ন দেশে যাওয়া যাবে। এছাড়া দেশটির মধ্যেও এক এলাকা থেকে অন্য এলাকায় চলাচলে অনুমতি দেওয়া হচ্ছে। দেশটিতে সাম্প্রতিক সময়ে বেশ কিছু স্থানে কঠোর বিধি-নিষেধ জারি রয়েছে।

প্রায় দুই মাস ধরে লকডাউন জারি থাকার কারণে দেশটির অর্থনীতিতে ব্যাপক প্রভাব পড়েছে। অর্থনীতিকে আবারও গতিশীল করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে ইতালি। যে কয়টি দেশে প্রাণঘাতী করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে তার মধ্যে ইতালি অন্যতম। যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের পর ইতালিতেই সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। তবে গত কয়েকদিনে ইতালিতে করোনায় আক্রান্তের সংখ্যা কমতে শুরু করেছে।

সর্বশেষ খবর