সোমবার, ১৮ মে, ২০২০ ০০:০০ টা

চীনে নতুন করে ৮ হাজার মানুষ কোয়ারেন্টাইনে

সংক্রমণের তথ্য গোপন করার কথা স্বীকার উহান কর্তৃপক্ষের

চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানসহ কিছু শহরে নতুন করে ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় ঝিলিন প্রদেশের শুলান শহরে নতুন করে পাঁচজন করোনায় আক্রান্ত হয়েছেন। এই শহরেই করোনা সন্দেহে ৮ হাজার বাসিন্দাকে কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে। এতে দুশ্চিন্তায় পড়েছে চীনের স্বাস্থ্য কর্তৃপক্ষ। খবর সিএনএনের। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন গতকাল জানিয়েছে, ঝিলিনের শুলান শহরে নতুন আক্রান্ত পাঁচজনের মধ্যে দুজন বাইরে থেকে আসা। এতেই নতুন করে সংক্রমণ ঘটছে বলে নিশ্চিত হওয়া গেছে। দেশটিতে গত ডিসেম্বরে যেসব এলাকায় প্রথম করোনার সংক্রমণ দেখা গিয়েছিল, সেই উহানের পাশাপাশি শুলান শহর অন্যতম। সম্প্রতি লকডাউন উঠিয়ে নেওয়ার পর শুলানে নতুন করে সংক্রমণ দেখা দিল। গত সপ্তাহে শহরটি নতুন সংক্রমণ রোধে যুদ্ধকালীন ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেয়। তার মধ্যেই নতুন ৫ জন শনাক্ত হলো। এদিকে, উহানে করোনা সংক্রমণের একেবারে শুরুর দিকে ভাইরাসটির প্রাদুর্ভাবের মাত্রা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছিল শহরটির কর্তৃপক্ষ। শনিবার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন বিস্ফোরক মন্তব্য করেছেন চীন সরকারের একজন শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা ও ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সামনের সারিতে থাকা ডা. ঝং নানশান।  ডা. ঝং চীনে ‘সার্স হিরো’ হিসেবে পরিচিত। ২০০৩ সালে ছড়িয়ে পড়া সার্স ভাইরাসের সময় নায়োকচিত ভূমিকা রেখেছিলেন তিনি। ১৭ বছর পর নতুন করোনাভাইরাস ছড়িয়ে পড়ার প্রাথমিক পর্যায় থেকেই তা রোধে চীন সরকারের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন তিনি। গত ২০ জানুয়ারি প্রথমবারের মতো চীনের রাষ্ট্রীয়  সিসিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে ডা. ঝং বলেছিলেন, নতুন করোনাভাইরাসটি মানুষ থেকে মানুষে সংক্রমিত হতে পারে। ডা. ঝংয়ের এই বক্তব্যের আগে মানুষ থেকে মানুষে ভাইরাসটি সংক্রমণের বিষয়ে তথ্য চেপে রাখার অভিযোগ আছে উহান কর্তৃপক্ষের বিরুদ্ধে।

সর্বশেষ খবর