সোমবার, ১৮ মে, ২০২০ ০০:০০ টা
প্রতিরোধক আবিষ্কারের দাবি মার্কিন কোম্পানির

চার দিনেই সুস্থ হবে রোগী!

চার দিনেই সুস্থ হবে রোগী!

করোনাভাইরাসের প্রতিষেধক ও প্রতিরোধক আবিষ্কার নিয়ে বিশ্বব্যাপী তৎপর হাজার হাজার বিজ্ঞানী। তবে এরই মধ্যে সম্ভাবনাময় এক আবিষ্কারের দাবি করল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক বায়োফার্মাসিউটিক্যালস কোম্পানি সোরেন্টো থেরাপিউটিকস। প্রতিষ্ঠানটি ‘এসটিআই-১৪৯৯’ নামে একটি করোনা প্রতিরোধক বা অ্যান্টিবডি আবিষ্কার করেছে। গবেষকদের দাবি, তাদের আবিষ্কৃত অ্যান্টিবডি শতভাগ কার্যকর এবং এর প্রভাবে মাত্র চার দিনেই রোগী সুস্থ হয়ে উঠবেন। খবর ফক্স নিউজের।

এ প্রসঙ্গে সোরেন্টো থেরাপিউটিকসের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা ড. হেনরি জি বলেন, ‘আমরা বলতে চাই, কভিড-১৯ রোগের চিকিৎসা আছে, যা শতভাগ কার্যকর বলে প্রাথমিক পরীক্ষায় প্রমাণিত হয়েছে। এই অ্যান্টিবডি কারও শরীরে দেওয়া হলে তার করোনা নিয়ে কোনো ভয় নেই।’ অ্যান্টিবডির প্রি-ক্লিনিক্যাল ট্রায়াল শেষ হয়েছে    বলেও জানিয়েছেন এই কর্মকর্তা।

সর্বশেষ খবর