সোমবার, ১৮ মে, ২০২০ ০০:০০ টা

করোনার মধ্যেই সরকার বিরোধী বিক্ষোভ স্পেনে

করোনার মধ্যেই সরকার বিরোধী বিক্ষোভ স্পেনে

করোনাভাইরাস ও অর্থনৈতিক সংকট মোকাবিলায় সরকারের পদক্ষেপের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেন স্পেনের জনগণ। এ সময় বিক্ষোভকারীরা সরকারের পদত্যাগ দাবি করেন। শনিবার করোনা মহামারীর মধ্যেই স্পেনে শুরু হয় সরকারবিরোধী বিক্ষোভ। পুলিশ সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানালেও উচ্চবিত্তদের এলাকা সালামাঙ্কায় কয়েকশ মানুষ বিক্ষোভ করেন। এ সময় তাদের অনেকের হাতে স্পেনের পতাকা ছিল। ক্ষমতাসীন বামপন্থি সরকারের বিরুদ্ধে স্লোগান দেন বিক্ষোভকারীরা। বিক্ষোভরত এক ব্যাংক কর্মকর্তা বলেন, ‘করোনাভাইরাস ব্যবস্থাপনায় সরকারের নেওয়া সব পদক্ষেপের বিরুদ্ধে আমি।’ কার্লোস নামে আরেক বিক্ষোভকারী বলেন, ‘তাদের (সরকার) উচিত সবাইকে পরীক্ষা করা যেন সুস্থরা কাজে ফিরে যেতে পারে এবং অর্থনীতি আবারও চালু করা যায়।’

সর্বশেষ খবর